আজ : শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ধস আতঙ্ক! খান জাহান আলী হলের বাথ রুমের ছাদ ধসে ছাত্র আহত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ ,১৬ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১২:০৬ অপরাহ্ণ ,১৭ ফেব্রুয়ারি, ২০১৯
ধস আতঙ্ক! খান জাহান আলী হলের বাথ রুমের ছাদ ধসে ছাত্র আহত

মাহির মুন্সি-ক্যম্পাস সংবাদদাতা।। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘খান জাহান আলী হল’ নামক ছাত্রাবাসের বাথ রুমের ছাদ ধসে ওই ছাত্রাবাসেরই এক ছাত্র গুরতর আহত হয়েছে।আহত ছাত্রের নাম আব্দুর রউফ।সে ডিপার্টমেন্ট লেদার ইঞ্জিনিযারিং এর ছাত্র। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১২ই ফেব্রুয়ারী-১৯ মঙ্গলবার রাত সারে ১০.টার দিকে আব্দুর রউফ ওয়াস রুমে গেলে হঠাৎ কংক্রিটের ছাদ ভেঙ্গে তার মাথার উপরে পরে সে গুরুতর জখম হয়। এ সময় তার চিৎকারে তার সহপাঠিরা এগিয়ে এসে সেখান থেকে আহত আব্দুর রউফকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

জানাগেছে, এর আগেও নাকি গত মাসের কোন এক দুপুর বেলার দিকে এ ধরনে ছাদ ধসের ঘটনা ঘটেছিল, সে ঘটনায় কেউ হতাহত হয়নি।

তবে, এবার ‘খান জাহান আলী হলে’র বাথ রুমের ছাদ ধসে ডিপার্টমেন্ট লেদার ইঞ্জিনিযারিং এর ছাত্র আহত আব্দুর রউফ গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য ও  বড় কোনো দূর্ঘটনা ঘটার আগে প্রতিকার চেয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আহসান সাব্বির নামে একজন ফেসবুকে স্ট্যাটার্স দিয়েছেন।

Comments

comments