আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুর রাজু চেয়ারম্যানের বাড়ির সামনে ব্রীজ নির্মানে অনিয়মের অভিযোগ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ ,১১ মার্চ, ২০১৯ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ণ ,১৩ মার্চ, ২০১৯
পিরোজপুর রাজু চেয়ারম্যানের বাড়ির সামনে ব্রীজ নির্মানে অনিয়মের অভিযোগ

পিরোজপুর সংবাদদাতা।। পিরোজপুর সদর উপজেলার আওতাধীন সদর ৬-নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নে একই সাথে দুইটি ব্রীজ নির্মানের কাজ শুরু হয়, একটি শারিকতলা বাজারের উপরে ও অন্যটি ঐ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু মোল্লার বাড়ির সামনে। তার মধ্যে মিরাজুর রহমান (রাজু) মোল্লার বাড়ির সামনের ব্রীজ নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় জনসাধারনের অভিযোগ, সিডিউলের কোন নিয়ম না মেনেই ব্রীজটি নির্মান হয়েছে।

স্থানীয় লোক জন বলেন- ব্রীজের রড, সিমেন্টসহ সব কিছুই সিডিউল ব্যতিত পরিমানে কম করে দেয়া হয়। ব্রীজের গাডারের তার টুকরা টুকরা কাটপিস ১২টি দেয়ার কথা থাকলেও তার স্থলে ৯টি করে জুড়িয়ে দিয়ে নির্মান কাজ করেছে।

স্থানীয়ররা এ পতিবেদককে জানান- এলাকাবাসী অনিয়ম কাজের বাধা দিতে আসলে তাদেরকে অকাত্য ভাষায় গালাগালি করেন ও তাদেরকে অপমান করেন, এলাকাবাসীর বক্তব্য হল তাদের নিজেদের চেয়ারম্যান মিরাজুর রহমান রাজু মোল্লার বাড়ির সামনের ব্রীজ, কিভাবে নিয়ম বহিরভূতভাবে নির্মান করা হলো। অন্য ব্রীজের চেয়ে টাকার পরিমান এই ব্রীজটিতে অনেক বেশি। এভাবে যদি নিয়ম না মেনে কোন কাজ করা হয় তাহলে সেটি মেয়াদ উত্তির্ন হওয়ার আগেই ধষে পরার সম্ভাবনা রয়েছে।

তারা আরো বলেন, এই বিষয়ে যদি কেউ কোন রকম কথা বলতে আসেন তাহলে তারা শত্রু হয়ে যাবেন। সর্ব শেষে এলাকাবাসী বিষয়টি তদন্তের জন্য সরকাররে ও সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

Comments

comments