আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকায় ট্রেনে পাথরের ঢিল


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ ,১৮ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:৩৬ অপরাহ্ণ ,১৯ ফেব্রুয়ারি, ২০১৯
রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকায় ট্রেনে পাথরের ঢিল

উজ্জল চক্রবর্ত্তী-স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীর বালিয়াকান্দির গোবিন্দপুর এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী ট্রেন রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।পাথরের আঘাতে গোপালগঞ্জের লিটন হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়েছে।

আহত ব্যবসায়ী লিটন হোসেন জানান, শনিবার রাত পৌনে ৯.টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে রাজশাহী থেকে গোপালগঞ্জে যাচ্ছিলাম। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া রেল ষ্টেশন পাড় হয়ে গোবিন্দপুর এলাকায় আসার পর বাইরে থেকে একটি পাথর এসে তার মাথায় লেগে রক্তাক্ত জখম হন।

টুঙ্গিপাড়া এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে থানা পুলিশ নাম না প্রকাশের শর্তে জানান, প্রায় এক সপ্তাহ ধরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে আসার পর রাতে গোবিন্দপুর এলাকায় পাথর ছুড়ছে। রবিবার রাতে সেখানে পাথর না ছুড়লেও আড়কান্দি এলাকায় পাথর ছুড়েছে। বিষয়টি পোড়াদাহ জিআরপি থানাকে অবগত করা হয়েছে।

বহরপুর রেল ষ্টেশনের বুকিং সহকারী রাকিবুল ইসলাম জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ট্রেনটি রাজশাহী থেকে ছেড়ে আসার সময় রাতের বেলায় প্রায় এক সপ্তাহ ধরে ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ট্রেনে পাথর নিক্ষেপ করছে। শনিবার রাতে এক ব্যবসায়ী পাথরের আঘাতে মারাত্বক আহত হয়। রবিবার রাতে গোবিন্দপুর এলাকায় পাথর নিক্ষেপ না করলেও আড়কান্দি এলাকায় পাথর নিক্ষেপ করেছে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি পাকশীতে জানানো হয়েছে।

Comments

comments