আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর এসপি’র নেতৃত্বে পদ্মায় অভিযান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ ,২৩ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১১:৫০ অপরাহ্ণ ,২৩ অক্টোবর, ২০১৮
মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর এসপি’র নেতৃত্বে পদ্মায় অভিযান

রাজবাড়ী প্রতিনিধি।। মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি’র নেতৃত্বে ২৩শে অক্টেবর-১৮ মঙ্গলবার সকাল ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত দিনভর রাজবাড়ী জেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে।প্রায় ৩ লাখ মিটার কারেন্ট উদ্ধার করে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) ফজলুল করিম, সহকারী পুলিশ সুপার (অপরাধ) লাবিব আব্দুল্লাহ, ডিআইও ওয়ান মীর্জা আবুল কালাম, রাজবাড়ী থানার ওসি তারিক কামাল, রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবীর, জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহন করেন।

রাজবাড়ী সদর থানার এসআই বদিয়ার রহমান ‘জনতার মেইল’কে জানান, আমাদের এসপি স্যারের নেতৃত্বে সকাল ১১.টার দিকে বোর্ড যোগে জেলা শহরের গোদার বাজার ঘাট এলাকা থেকে শুরু করে জেলার সদর উপজেলা, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পর্যন্ত এই অভিযান চলে।তিনি আরো জানান, অভিযান কালিন প্রায় ৩ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Comments

comments