আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ট্রেন-নছিমন সংঘর্ষে নিহত ৪ আহত ১০জন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ ,১৯ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১০:৫০ পূর্বাহ্ণ ,২০ অক্টোবর, ২০১৮
বালিয়াকান্দিতে ট্রেন-নছিমন সংঘর্ষে নিহত ৪ আহত ১০জন

বালিয়াকান্দি সংবাদদাতা।।চলন্ত ট্রেনের সাথে শ্রমিকবাহি নছিমনের সংঘর্ষে নিহত হয়েছে ৪জন এবং আহত হয়েছে আরো ১০ জন। আহতদের প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৯ শে অক্টোবর-১৮ শুক্রবার দুপুর সারে ১২.টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের শোলাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেলগেটে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ দিকে জেলার কালুখালী থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় জামালপুর ইউনিয়নের শোলাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে মধুখালী উপজেলার চরনওপাড়া রাজ্জাক জুট মিল থেকে ছেড়ে আসা স্যালো ইঞ্জিন চালিত শ্রমিকবাহি একটি নছিমনের সাথে সংঘর্ষ হয়।ওই সময় সেখানকার সড়কে কোন গেটম্যান ছিলনা।

এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের শহীদ শেখের ছেলে সরোয়ার শেখ (২০), এলেম সরদারের ছেলে ও গাড়ির চালক ইমরান সরদার (২২), জামালপুর ইউনিয়নের তুলশীবরাট গ্রামের শুকুর আলী শেখের ছেলে সাকের আলী শেখ (২০) নিহত হয়।এবং চিকিৎসারত অবস্থায় ফজলু মৃধা নামে আরো একজনের মৃত হয়।

আহত হয়েছে, জামালপুর ইউনিয়নের তুলশি বরাট গ্রামের আলেক মৃধার ছেলে ফজলু মৃধা (৩০), আলোকদিয়া গ্রামের হারুন শেখের স্ত্রী পপি খাতুন (৩৫), তুলশীবরাট গ্রামের জহুরুল মিয়া স্ত্রী রাফেজা বেগম (২২), মিঠুন বিশ্বাসের স্ত্রী শেফালী বেগম (২৪), বিল্লাল মন্ডলের স্ত্রী আছিয়া বেগম (২৫) সহ ওই গাড়িতে থাকা আরো ১১ জন শ্রমিক।

আহতদের মধুখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।পরে কর্তব্যরত চিকিৎসক ফজলু মৃধাকে মৃত বলে ঘোষনা করেন।

Comments

comments