রাজবাড়ীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ ,১০ সেপ্টেম্বর, ২০২৩ | আপডেট: ১:৩৯ পূর্বাহ্ণ ,১৪ সেপ্টেম্বর, ২০২৩
স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ (১০ সেপ্টেম্বর) রবিবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছ।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মোরশেদা খাতুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিসের সহকারী পরিচালকবৃন্দ, ফরিদপুর র্যাব ক্যাম্পের প্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায়, বিগত সভার কার্যবিবরণী অনুমোদন, জেলার সার্বিক অপরাধ প্রবণতা পর্যালোচনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত (ইভটিজিং, খাদ্যে ভেজালবিরোধী অভিযান প্রভৃতি) পরিচালনা, চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা, মাদক বিরোধী অভিযান পরিচালনা, জেলায় জঙ্গিবাদ দমনে জনসচেতনতা সৃষ্টি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র পার্কিং না করা, নিত্যপণ্যেও দাম বাড়ানো সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।