আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের বাণী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ ,২১ এপ্রিল, ২০২৩ | আপডেট: ১০:৪৫ অপরাহ্ণ ,২৫ এপ্রিল, ২০২৩
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের বাণী

পবিত্র রমজান মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে সমাগত হয় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ, আসে ঈদুল ফিতর। পরম করুনাময় মহান আল্লাহতা’আলার অনুকম্পা, ক্ষমা, অনুগ্রহ ও নৈকট্য লাভের লক্ষ্যে দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিমদের জন্য এক অনন্য উপহার। ঈদ শুধু আনন্দ উৎসবই নয়, ঈদ আমাদের শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের শিক্ষা দেয়। পরস্পরের মধ্যে ঈদের খুশি ভাগাভাগি করার মাধ্যমে আমরা মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।
পবিত্র ঈদুল ফিতরের এ আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আসুন আমরা সকলে দৃপ্ত শপথ গ্রহণ করি।
যথাযথ ভাবগাম্ভীর্য সহকারে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের প্রত্যাশায় রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।
জয় বাংলা।
বাংলাদেশ চিরজীবী হোক।

(আবু কায়সার খান)
জেলা প্রশাসক
রাজবাড়ী।

Comments

comments