আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে জটিল রো‌গে আক্রান্ত ১৮জন রোগীকে ৯লাখ টাকার অনুদানের চেক প্রদান করলেন- এমপি কাজী কেরামত আলী


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ ,২৭ মার্চ, ২০২৩ | আপডেট: ১২:১৭ পূর্বাহ্ণ ,২৯ মার্চ, ২০২৩
রাজবাড়ী‌তে জটিল রো‌গে আক্রান্ত ১৮জন রোগীকে ৯লাখ টাকার অনুদানের চেক প্রদান করলেন- এমপি কাজী কেরামত আলী

স্টাফ রিপোর্টার।। “শেখ হাসিনার দিনবদলে, ‘সমাজসেবা এগিয়েচলে” প্রতিপাদ্যে সমাজকল্যাণ মন্ত্রনালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ রোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলায় ১৮জন রোগী‌কে ৯ লক্ষ টাকার সরকারি আর্থিক অনুদা‌নের চেক প্রদান করা হয়েছে। প্রত্যেক রোগীকে ৫০হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে এ চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রত্যেক উপকার ভোগীর  হাতে অনুদানের এ চেক তুলে দেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

২৭ মার্চ-২৩ সোমবার বেলা সা‌রে ১১.টার দিকে উপ‌জেলা প‌রিষদের সম্মেলনকক্ষে চেক বিতরণী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, সহকারী সমাজসেবা অফিসার সালমা খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেন, সমাজসেবা অধিদফতর একশত টিরও বেশি খাতে প্রধানমন্ত্রীর অর্থায়নে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা দিয়ে থাকে। যারা জটিল ও কঠিন রোগে আক্রান্ত তাদের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এ টাকা দিয়ে থাকেন। আজ আপনারা যারা টাকা পেয়েছেন তারা চিকিৎসার জন্য এ টাকা খরচ করবেন। সেই সাথে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

Comments

comments