আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ ,১৭ মার্চ, ২০২৩ | আপডেট: ২:৩৪ পূর্বাহ্ণ ,২০ মার্চ, ২০২৩
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু’র ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার।। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২৩ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে, ১৭ই মার্চ শুক্রবার সকাল ৯.টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান ও কর্মকর্তা কর্মচারীগণ পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর বেলুন উড়িয়ে, পায়রা অবমুক্ত করে এবং শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।

দুপুরে, জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অফিসার্স ক্লাব মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর দিলীপ কুমার কর, বীরমুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সিরাজ আহম্মেদ, বাকাউল আবুল হাসেম, আবুল হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে জেলা শিল্পকলা একাডেমি ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments

comments