আজ : শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নেশাগ্রস্ত ছেলের নির্যাতন থেকে রেহাই পেতে মা তার ছেলেকে তুলে দিল র‌্যাবের হাতে


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ ,৬ জুন, ২০১৮ | আপডেট: ৭:৪০ অপরাহ্ণ ,৬ জুন, ২০১৮
নেশাগ্রস্ত ছেলের নির্যাতন থেকে রেহাই পেতে মা তার ছেলেকে তুলে দিল র‌্যাবের হাতে

নিজস্ব প্রতিনিধি।।নেশাগ্রস্ত ছেলের নির্যাতন থেকে রেহাই পেতে তার মা বরিশাল র‌্যাব-৮,পরিচালক বরাবর লিখিত অভিযোগের ভিত্তিতে ৪৮পিস ইয়াবাসহ মোঃ রাসেল মন্ডল(২৭)নামের এক মাদক সেবীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৬ জুন-১৮ বুধবার সকাল সারে ৯.টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বেতুয়াবাড়ী সড়ক, গোয়ালচামট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ধৃত রাসেল ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার বেতুয়াবাড়ী সড়ক, গোয়ালচামট গ্রামের মোঃ ইদ্রিস আলী মন্ডলের ছেলে।

পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ পারভেজ মল্লিক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(সংশোধনী-২০০৪) ১৯(১) এর টেবিলের ৯(ক) ধারা মোতাবেক আসামী মোঃ রাসেল মন্ডল(২৭)কে ০২(দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ইয়াবা সমূহ পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, ধৃত আসামী মোঃ রাসেল মন্ডল একজন পেশাদার মাদক সেবী। তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নেশার টাকা যোগাড় করতে সে বিভিন্ন সময় চুরি ও ডাকাতিতে জড়িয়ে পড়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় এই রাসেল মন্ডল প্রায়ই নেশাগ্রস্ত হয়ে মা-বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের গায়ে হাত তুলতো। তার পিতা বরিশালে সড়ক ও জনপথ বিভাগে ড্রাইভার হিসেবে কর্মরত থাকলেও নেশাগ্রস্ত ছেলের নেশার টাকা যোগান দিতে গিয়ে আজ সর্বশান্ত। সর্বশেষ গত ০৪-০৬-১৮ইং তারিখে নেশার টাকা না পেয়ে তার অসুস্থ্য মা ও বোনকে বেধড়ক প্রহার করলে, নেশাগ্রস্ত ছেলের নির্যাতন হতে রেহাই পেতে তার মা পরিচালক, র‌্যাব-৮, বরিশাল বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

তদপ্রেক্ষিতে আজ মোঃ রাসেল মন্ডল(২৭)কে তার নিজ বাড়ী হতে আটক করা হয়।

Comments

comments