আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মহান মাতৃভাষা দিবসে রাজবাড়ী জেলা প্রশাসকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ ,২১ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ণ ,২১ ফেব্রুয়ারি, ২০২১
মহান মাতৃভাষা দিবসে রাজবাড়ী জেলা প্রশাসকের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার।। মায়ের ভাষার মান রাখতে রাজপথে সেদিন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা আরো অনেকে জীবন উৎসর্গ করে পৃথিবীতে অনন্য নজীর সৃষ্টি করেছেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে- রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় বাংলা মায়ের সেই শ্রেষ্ঠ সন্তান মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে ভাষা শহীদদের স্মরণে, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাজবাড়ী জেলা জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পরে পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা। এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পাড়ি…’।

এছাড়াও, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে একে একে আরও শ্রদ্ধা নিবেদন করেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।

আজ সরকারি ছুটির দিন। ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজনসহ জেলার সকল উপজেলায় ভাষাশহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

Comments

comments