আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষা ক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা-৪ অর্জনের লক্ষ্যে রাজবাড়ীতে মাধ্যমিক শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ ,২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১:০২ পূর্বাহ্ণ ,১ ফেব্রুয়ারি, ২০২১
শিক্ষা ক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা-৪ অর্জনের লক্ষ্যে রাজবাড়ীতে মাধ্যমিক শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।। সৃজনশীল প্রশ্নপত্র তৈরি ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদানে দক্ষতা অর্জন ও শিক্ষা ক্ষেত্রে এসডিজি লক্ষ্যমাত্রা-৪ অর্জনের লক্ষ্যে রাজবাড়ী জেলার সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহান মুক্তিযুদ্ধের মহানায়ক-হাজার বছরের শ্রেষ্ঠ-বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে- ২৭শে জানুয়ারি-২১ বুধবার অফিসার্স ক্লাবে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রাজবাড়ী সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের বাংলা, গনিত ও বিজ্ঞান বিষয়ের ১২৬ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় তিনি উন্নত বাংলাদেশ বিনির্মাণ ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে দক্ষতা সম্পন্ন শিক্ষকের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ এবং জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Comments

comments