আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর নবাগত ইউএনও ফাহমি মোঃ সায়েফ-কে বরণ করলেন ডিসি


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ ,১৮ ডিসেম্বর, ২০২০ | আপডেট: ১:৪৮ পূর্বাহ্ণ ,২০ ডিসেম্বর, ২০২০
রাজবাড়ী সদর নবাগত ইউএনও ফাহমি মোঃ সায়েফ-কে বরণ করলেন ডিসি

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী সদর উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ-কে সোমবার ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম।

তিনি, ১৮ই ডিসেম্বর-২০ বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেছেন। এরআগে তিনি পিরোজপুর জেলার নাজিরপুরে সহকারী কমিশনার (ভুমি) ছিলেন।

অফিসসূত্রে জানাযায়, ফাহমি মোঃ সায়েফ- বরিশাল জেলার মেহেদিগঞ্জের বাসিন্দা। তিনি ৩৩ তম বিসিএস ক্যাডার। ২০১৪ সালে প্রথম তিনি সহকারী কমিশনার হিসেবে টাংগাইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তিনি সেখানে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি ৩ মাস প্রধানমন্ত্রীর কর্যালয়ে কাজ করেন। তারপর ২ বছর ইউএসএ’তে অবস্থান করেন। সেখান থেকে ২০১৯ সালের জুলাই মাসে দেশে ফেরেন এবং পিরোজপুর জেলার নাজিরপুরে সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করেন। ওই স্থানে কর্মরত থাকা অবস্থায় রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাকে বদলী করা হয়।

Comments

comments