আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসচেতনা সৃষ্টি অভিযানে বালিয়াকান্দিতে ২ জনকে জড়িমানা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ ,২৭ মার্চ, ২০২০ | আপডেট: ১১:২৩ অপরাহ্ণ ,২৭ মার্চ, ২০২০
জনসচেতনা সৃষ্টি অভিযানে বালিয়াকান্দিতে ২ জনকে জড়িমানা

রাজবাড়ী প্রতিনিধি।। চারিদিকে করোনাভাইরাস আতঙ্ক। জীবন বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই মরণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনা সৃষ্টি, বিদেশ থেকে আগতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং বাজার পরিস্থিতি মনিটরিংয়ে ২৭ মার্চ-২০২০ শুক্রবার রাজবাড়ীর ৫ উপজেলায় অভিযান পরিচালনা করেছেন রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেসির আওতাধীন মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনা করে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারের ২ জনকে দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক ৩,০০০/- টাকা করে জরিমানা দন্ড আরোপ করেছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম।
এ ছাড়াও, জেলার রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলাতেও মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে। তবে এ সকল অভিযানে কাউকে জরিমানা কিংবা কারাদণ্ড প্রদান করা হয়নি। শুধুমাত্র সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের সতর্কতার পরামর্শ প্রদান করা হয়েছে।

Comments

comments