আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ ,১ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: ২:২৫ পূর্বাহ্ণ ,৪ সেপ্টেম্বর, ২০২২
রাজবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি।।  রাজবাড়ীতে ওএমএস-টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপ-সচিব) অমিতাভ মন্ডল ও জেলা প্রশাসক আবু কায়সার খান।

এ উদ্বোধন উপলক্ষ্যে-বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর-২২) সকালে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাজারের ডিলার পয়েন্টে ইমরুল কবির বাবুর দোকানের সামনে অনুষ্ঠিত জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অধীন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক(উপ-সচিব) অমিতাভ মন্ডল।

স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) একেএম শাহনেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাদ্য পরিদর্শক শ্যাম স্ন্দুর সাহা।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা ও শ্রীপুর বাজারের ওএমএস-টিসিবির ডিলার ইমরুল কবির বাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-সচিব অমিতাভ মন্ডল বলেন- বর্তমান সরকার মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষপটে খাদ্যশস্যের বাজার মূল্যের উর্ধ্বগতির কারনে নিন্ম আয়ের মানুষদের সহায়তার জন্য ওএমএস-টিসিবি ও খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রয় কার্যক্রম চালু করা হলো। আগামী ৩ মাস এ চাল বিক্রয় করা হবে।
জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমান জনবান্ধব সরকার অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিতে এই কর্মসূচী বাস্তবায়ন করছে। এটা রিলিফ না, ভর্তুকি দিয়ে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। সুবিধাভোগীরা সুশৃঙ্খলভাবে এই চাল সংগ্রহ করবেন, কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।

Comments

comments