আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী সদর উপজেলার ৬১ জন দুস্থের মাঝে আড়াই লাখ টাকার অনুদান চেক বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ ,১৭ জুলাই, ২০২২ | আপডেট: ১২:১৬ পূর্বাহ্ণ ,১৮ জুলাই, ২০২২
রাজবাড়ী সদর উপজেলার ৬১ জন দুস্থের মাঝে আড়াই লাখ টাকার অনুদান চেক বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি।।  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্যের অনুকুলে ২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল হতে সদর উপজেলার ৬১ জন অসহায় দুস্থদের মাঝে ২ লক্ষ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে রবিবার (১৭ই জুলাই-২২) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা পষিদের সন্মেলন কক্ষে এ চেক বিতরণ অনষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপত্বিতে চেক বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও চেক বিতরণ করেন- সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের ৫ বারের নির্বাচিত এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামী লীগের প্রবীন নেতা হেদায়েত আলী সোহরাব, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, কোষধক্ষ্য মোঃ আজগর আলী প্রমূখ।

রাজবাড়ী সদর উপজেলার ৬১ জন অসহায় দুস্থদের মধ্যে বিভিন্ন অংকের ২ লক্ষ ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Comments

comments