আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১’ প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ ,২৭ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: ১:৪৬ পূর্বাহ্ণ ,২৮ ফেব্রুয়ারি, ২০২১
রাজবাড়ীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি।। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত রাজবাড়ীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ২৭শে ফেব্রুয়ারি-২১ শনিবার সকাল সাড়ে ৯.টার দিকে রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে-

কবুতর ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহাবুর রহমান শেখ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, সহকারী কমিশনার(ভূমি) আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিগণ, কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় ২ হাজার ২শত জন নারী ও পুরুষ অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা, রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক হয়ে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের এসে সমবেত হন। পরে ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতার বিজয়ীরা হলো- মোঃ আমিন মন্ডল (১ম), মোঃ তাসিন খান (২য়), মোঃ জেসান সরদার (৩য়), রেদোয়ান শাহরিয়ার (৪র্থ), মহিরউল্লাহ স্বাধীন (৫ম), ইউনুস ব্যাপারী (৬ষ্ঠ), উজ্জল ঢালি (৭ম), মাহমুদ হাসান (৮ম), মোঃ রাব্বি মন্ডল (৯ম) ও ইমন (১০ম) স্থান অধিকার করে।

প্রতিযোগিতা চলাকালিন অংশ গ্রহণকারীদের নিরাপত্তায় কাজ করেন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস কর্মী ও স্কাউটস সদস্যরা।

উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলায় অনুষ্ঠিত এ ডিজিটাল ম্যারাথনে রেজিস্ট্রেশন করেন প্রায় ২,২,০০ এরও অধিক ব্যক্তি। ৫ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনে রাজবাড়ী জেলার সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি রাজবাড়ীবাসীর নিঃস্বার্থ আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।

Comments

comments