করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ীর কালুখালীতে এক ব্যাক্তির মৃত্যু
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ ,২ মে, ২০২০ | আপডেট: ১১:৪৯ অপরাহ্ণ ,২ মে, ২০২০
এস.এম হিমেল।। রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আলিমুদ্দিন (৪৬) নামের এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। ১লা মে-২০২০ শুক্রবার বিকালে ওই ব্যক্তি মারা যান।
জানাগেছে, ওই ব্যক্তি সাওরাইল ইউনিয়নের ফুলতলা বাজারে চা পান বিক্রি করতেন। কয়েকদিন ধরে তিনি জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিলেন এবং রাত থেকে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হন।তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ নুরুল আলম জানান- সে আগে থেকেই অসুস্থ ছিলেন। তারপরও ডাক্তারকে ওই ব্যক্তির শরীরের নমুনা নিতে বলা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম জানান- ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কালুখালীর সাওরাইলে একজনের মৃত্যু হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে তা শনিবার ঢাকায় পাঠানো হয়েছে।