আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে পাওয়ার টিলার উল্টে চালকের মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ ,২৪ মার্চ, ২০২০ | আপডেট: ১২:০৬ পূর্বাহ্ণ ,২৬ মার্চ, ২০২০
বালিয়াকান্দিতে পাওয়ার টিলার উল্টে চালকের মৃত্যু

বালিয়াকান্দি সংবাদদাতা।। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ক্ষেত চাষের জন্য চালিয়ে যাওয়ার সময় উল্টে গিয়ে পাওয়ার টিলারের চাপায় শামসুল লস্কর (৩৫) নামের এক (চালক) কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত শামসুল লস্কর- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামের আলাউদ্দিন লস্করের ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায়- ২৪শে মার্চ-২০২০ মঙ্গলবার সকাল সোয়া ৯.টার দিকে শামসুল লস্কর জমিতে চাষ দিতে যাওয়ার সময় পথেমধ্যে পাওয়ার টিলার উল্টে নিচে চাপা পড়ে। এ সময় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু, হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন- হাসপাতালে আনার আগেই শামসুল লস্করে মৃত্যু হয়েছে।

এ ঘটনায়,বালিয়াকান্দি থানাসূত্র জানায়- পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Comments

comments