গুজবের বিরুদ্ধে জনসচেতনতা চালিয়ে যাচ্ছেন র্যাব কর্মকর্তা রইছ উদ্দিন
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ ,৩০ জুলাই, ২০১৯ | আপডেট: ৫:১৩ অপরাহ্ণ ,৩০ জুলাই, ২০১৯
স্টাফ রিপোর্টার।। দ্বীপ সমৃদ্ধ ভোলা জেলার বিভিন্ন বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের মঝে- স্বপ্নের পদ্মা সেতু নিয়ে গুজব বিরোধী জন-সচেতনতার বানী পৌছে দিয়ে চলেছেন দ্বায়িত্ববান অফিসার র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন। আইন-শৃঙ্খলা রক্ষা কাজের পাশপাশি দেশ উন্নয়নে সকল ধরনে কার্যাক্রমে অংশগ্রহন করে থাকেন তিনি।
সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু নির্মানে মানুষের মাথা লাগবে এমন ভিত্তিহীন গুজবের ব্যাপারে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়ে- র্যাবের এই কর্মকর্তা বলেন-একটি কুচক্রী মহল সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির প্রয়াসে দেশব্যাপী এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এই গুজব কে কাজে লাগিয়ে তারা গনপিটুনির অজুহাতে নিরীহ ও সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে।
৩০শে জুলাই-১৯ মঙ্গলবার সকালে দ্বীপ সমৃদ্ধ ভোলা জেলার বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক দের সাথে এ ব্যাপারে এক মতবিনিময় সভায় মিলিত হন।
তিনি বলেন, দেশের গতিশীল ও অব্যাহত উন্নয়ন প্রক্রিয়া কে সক্রিয় রাখতে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি। গণপিটুনির নামে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার ব্যাপারে অনুরোধ করেন এই র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন।