আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গুর ছোবলে এবার প্রান গেল ডা. তানিয়ার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ ,২৬ জুলাই, ২০১৯ | আপডেট: ২:৫৮ অপরাহ্ণ ,২৬ জুলাই, ২০১৯
ডেঙ্গুর ছোবলে এবার প্রান গেল ডা. তানিয়ার

ডেস্ক নিউজ।। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেলো তানিয়া নামে এক নারী চিকিৎসকের। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। শিশুরোগ বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাস করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে ছিলেন তিনি।

২৫ জুলাই-১৯ বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।

ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল সুত্রে জানা যায়, ডা. তানিয়া সুলতানা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। শিশুরোগ বিষয়ে এফসিপিএস পার্ট-১ পাস করে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে ছিলেন তিনি।

ডেঙ্গু শক সিন্ড্রোমে উইথ মাল্টি অর্গান ফেইল্যরে আক্তান্ত হয়ে চার দিন থেকে চিকিৎসারত ছিলেন তানিয়া সুলতানা।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেলের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. তানিয়া সুলতানার তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। মাকে হারিয়ে কাঁদছে শিশুটি। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা যেন কারও নেই।

তানিয়ার মৃত্যুতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ চিকিৎসক সমাজে এখন বইছে শোকের ছায়া।

উল্লেখ্য, এর আগে- হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন হাজরা ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা যান।

Comments

comments