আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজেবাড়ী শহরে জনসাধারণের ভোগান্তি! দেখতে কি পান না?


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ ,৯ মার্চ, ২০১৯ | আপডেট: ১০:১৫ অপরাহ্ণ ,১১ মার্চ, ২০১৯
রাজেবাড়ী শহরে জনসাধারণের ভোগান্তি! দেখতে কি পান না?

নিজস্ব প্রতিবেদক।। একদিকে, দিনভর যত্রতত্র বালির ট্রাক চলাচল, আরেকদিকে দাঁড়িয়ে রয়েছে রাস্তা ঘেষা বৈদ্যুতিক খুঁটি, তার উপর আবার লোড-আনলোডকৃত বহিরাগত মালবাহী ট্রাক যত্রতত্র দাঁড়িয়ে থাকে রাস্তার উপরে। যার কারনে এই রাস্তায় প্রায় সময়ই যানজট লেগেই থাকে। দেখে মনে হয় যেন যানজটপূর্ন ঢাকার শহর। রিক্সা-ভ্যান, অটোবাইক, বাইসাইকেল ও মটর সাইকেল যোগে এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ জিবীকা নির্বাহের তাগিদে রাজবাড়ী শহরে চলা-ফেরা করে থাকে। প্রায় সময়ই ভোগান্তি পোহাতে হয় এ রাস্তার যাতায়াতকৃত জনসাধারণের। এখানদিয়ে সঠিক সময়ে গন্তব্যে পৌছানো দুষ্কর।

যাদের দ্বায়িত্ব যানজটমুক্ত করার, তাদের সহযোগীতায়ই বহিরাগত ট্রাকগুলো রাস্তার উপর যত্রতত্র দাঁড়িয়ে থাকে। দিনের বেলাতে বালির ট্রাক শহরে চলাচল নিষেধাজ্ঞা থাকা সত্বেও সেটাও বেপরোয়া গতিতে ধুলা-বালি উড়িয়ে চলাচল করে নির্বিঘ্নে।

যানজটপূর্ন যে রাস্তার কথা বলা হচ্ছে, সেটা হলো লক্ষ্মীকোল চৌরাস্তা হতে রাজবাড়ী ২-নং রেলগেট পর্যন্ত পাকা রাস্তা। এর মধ্যে কাঁচা মাল আড়ৎ পট্টি হতে রেলগেট পর্যন্ত প্রায় সময়ই যানজট লেগেই থাকে। যা একেবারেই বিরক্তিকর। জনসাধারণের চলাচলের সুবিধার্তে যানজট নিরসনের জন্য এই প্রতিবেদকের মাধ্যমে প্রশাসনের প্রতি হস্তক্ষেপের দাবী জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীগন ও চলাচলকৃত যাত্রীসাধারন।

এই যানজট নিরসনের জন্য জরুরী ভিত্তিতে বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তা থেকে দুরে সরানো প্রয়োজন। খুঁটিগুলো সরানোর জায়গাও রয়েছে রাস্তার পাশে। দিনের বেলায় বহিরাগত মালবাহী ট্রাক রেলগেট পার না হতে না দেয়া এবং দিনের বেলায় এই রাস্তায় বালির ট্রাক চলাচল বন্ধ রাখারও দাবি জানিয়েছেন ভুক্তোভূগী জনসাধারন।

Comments

comments