আজ : শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হিজড়াদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে লক্ষ্মীকোলে ‘উত্তরণ ডেইরি’র শুভ উদ্বোধন


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ ,২২ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ণ ,২২ ফেব্রুয়ারি, ২০১৯
হিজড়াদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে লক্ষ্মীকোলে ‘উত্তরণ ডেইরি’র শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি।। রাজবাড়ীর হিজড়াদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে একটি ‘উত্তরণ ডেইরি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলা পুলিশের উদ্যোগে ২২শে ফেব্রুয়ারি-১৯ শুক্রবার সকালে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধব লক্ষ্মীকোল গ্রামে এ ডেইরি ফার্মের উদ্বোধন করা হয়।

রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি.বিপিএম-পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স এর ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন) এবং উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান  হাবিবুর রহমান.বিপিএম-পিপিএম।বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহাম্মদ আলী চৌধুরী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও হিজরাবৃন্দ প্রমুখ।

Comments

comments