যাত্রীবাহি বাস পাংশা সড়কের ঢালে পড়ে ২ জন নিহত;আহত ৭
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ ,১৪ ফেব্রুয়ারি, ২০১৯ | আপডেট: ১০:৪৬ অপরাহ্ণ ,১৪ ফেব্রুয়ারি, ২০১৯
কবির হোসেন-স্টাফ রিপোর্টার॥ একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজবাড়ীর পাংশা মহাসড়কের পাশে পড়ে ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ৭ জন।এ দূর্ঘটনার সংবাদ পেয়ে রাতেই পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট নিহতদের লাশ উদ্ধার করেছে।
১৩ ফেব্রুয়ারী-১৯ বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পাংশা উপজেলার গোপালপুর ব্রিজ এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা, বগুড়া জেলার পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের মিলন হোসেন (২৩) ও জামাল হোসেন (২৭)।
পাংশা হাইওয়ে থানার ওসি এস, এম, জাহাঙ্গীর আলম জানান- বগুড়া থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় ঘটনা স্থলেই দুই জন মারা যায়। আহতরে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।নিহতরা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রসুলপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে আসছিল বলে জানাগেছে।