ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে সিলেটে বাঃ ভূঃ আন্দোলনের সমাবেশ
প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ ,২৪ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ণ ,২৪ অক্টোবর, ২০১৮
সিলেট-সংবাদদাতা।। “খাঁস জমির অধিকার, ‘ভূহিন জনতার”শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীনদের পুনর্বাসনসহ সকল সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিলেট জেলা কমিটির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ অক্টোবর-১৮ মঙ্গলবার বেলা ১১.টায় দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির আহবায়ক মোঃ নূর মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিবের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় উপদেষ্টা ইকবাল আমিনী, মুক্তিযোদ্ধা রফিকুল হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মকন মিয়া, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম. আহমদ আলী, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, হলি আরবান প্রপার্টিজ লিমিটেডের এমডি দেলোয়ার হোসেন, সিলেট চেম্বারের পরিচালক হুমায়ুন আহমদ, মানবাধিকার কাউন্সিল সিলেট জেলার সাবেক সভাপতি আহসান হাবীব মঈন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জখন, নবারুন সমাজকল্যাণ সংঘের সভাপতি আতাউর রহমান কাচা মিয়া, সিলেট ছাত্র ও যুবকল্যাণ ফেডারেশনের সভাপতি এইচ.এম. আব্দুর রহমান, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের যুগ্ম সম্পাদক ডা. হাবিবুর রহমান, ব্রাইট ফিউচার বিজনেস নেটের চেয়ারম্যান মাওলানা আব্দুল গনি, ভূমিহীন আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক কমর উদ্দিন, জামাল আহমদ, ফরিদ আহমদ, উপজেলা প্রতিনিধি সাদিক আল মাহমুদ, সমছুল আলম, সেলিম আহমদ কাওছার, উপ-প্রতিনিধি জয়নাল আবেদীন প্রমূখ।