মৎস্য বিভাগ+RAB+জেলা প্রশাসনের যৌথ অভিযানে রাজবাড়ীতে ৭ জেলে আটক
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ ,২২ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১১:৫৮ অপরাহ্ণ ,২২ অক্টোবর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ আহরণ করার অপরাধে ৭ জন জেলেকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প, রাজবাড়ী জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের একটি যৌথ অভিযানিক দল।এ সময়, বিপুল পরিমান নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয় এবং আটককৃত প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মজিনুর রহমানের নেতৃত্বে ২২ অক্টোবর-১৮ সোমবার দুপুর ১২.টা হতে বিকেল ৪.টা পর্যন্ত রাজবাড়ী জেলা সদরের গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান পরিচালানো হয়।
আটককৃতরা হলো, ১। মোঃ সাগর মন্ডল (২৫), পিতা-মোঃ ওমর মন্ডল, ২। মোঃ বাশি মন্ডল (৩৭), পিতা-মোঃ হাসমত আলী মন্ডল, উভয় সাং-মিরপুর, ৩। মোঃ বিল্লাল খান (৪২), পিতাঃ মৃত লোকমান খান, সাং-দূর্গাপুর, ৪। মোঃ মান্নান মন্ডল (৪৫), পিতা-মোঃ শহিদ মন্ডল, সাং- রামকৃষ্ণপুর, সর্বথানা- আমিনপুর, জেলা-পাবনা ৫। মোঃ মনির হোসেন মোল্লা (৪৮), পিতা-মৃত কাওছার মোল্লা, ৬। আব্দুল খালেক মন্ডল (৪০), পিতা-মৃত শুকুর আলী মন্ডল, উভয় সাং- লক্ষীকোল, ৭। মোঃ সাত্তার শেখ (৫৩), পিতা-আহম্মদ শেখ, সাং-পশ্চিম ভবদিয়া, সর্বথানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী।
এ সময় আটককৃত ব্যক্তিদের নিকট হতে সর্বমোট ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।
পরবর্তিতে, রাজবাড়ী রসহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজিব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ব্যক্তিদেরকে বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।