রাজবাড়ীর কোলারহাট হতে ১ ভূয়া দাঁতের ডাক্তার আটক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ ,১৩ অক্টোবর, ২০১৮ | আপডেট: ১:০২ পূর্বাহ্ণ ,১৫ অক্টোবর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।। মোঃ নূরুল ইসলাম @ রনি (৩০) নামে এক ভুয়া দন্ত চিকিৎসক কে আটক করেছে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
১৩ই অক্টোবর-১৮ শনিবার সোয়া ১২.টার দিকে রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন কোলারহাট বাজারে অবস্থিত “বিশ্বাস ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে উক্ত ভূয়া ডাক্তারকে আটক করা হয়।
আটক ব্যাক্তি, রাজবাড়ী জেলা সদরের কালুখালী উপজেলার কলকলিয়া গ্রামের মোঃ হোসেন আলী বিশ্বাসের ছেলে।
উক্ত ভূয়া ডাক্তার চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার ডিগ্রীধারী না হয়েও প্রতারনা মূলকভাবে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সাধারণ জনগনকে ধোকা দেওয়ার উদ্দেশ্যে তার ব্যবহৃত ভিজিটিং কার্ডে নিজের নামের প্রথমে ডাঃ এবং নামের শেষে ডিগ্রী আকারে এইচ.ডি.আই.ডি ( যা আদৌ কোন চিকিৎসা বিষয়ক ডিগ্রি নয়) লিখে প্রতারণা করে আসছিল। মাত্র এইচএসসি পাস করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে সাধারণ জনগণকে ধোকা দিয়ে আসছিল। কতিপয় ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এসময় তার চেম্বার হতে বিপুল পরিমান ভিজিটিং কার্ড, পেসক্রিপশন, দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। এ সংক্রান্তে র্যাব বাদী হয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।