আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নে ৫৫৯ জন জেলের মাঝে চাল বিতরণ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ ,১৩ অক্টোবর, ২০২২ | আপডেট: ১:২৭ পূর্বাহ্ণ ,১৪ অক্টোবর, ২০২২
গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নে ৫৫৯ জন জেলের মাঝে চাল বিতরণ

গোয়ালন্দ সংবাদদাতা।।  রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের নিবন্ধনকৃত ৫৫৯ জন জেলের মাঝে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।

চাল বিতরণ অনুষ্ঠানে এমপি কাজী কেরামত আলী বলেন- ইলিশ-সম্পদ রক্ষায় সরকারের আদেশ অনুযায়ি চলতি বছরের ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন ইলিশ রক্ষায় অভিযান অব্যহত থাকবে। এতে করে কোন জেলেই যেন অবৈধ ভাবে নদীতে মাছ শিকার না করে। অভিযান চলাকালে মা ইলিশসহ সব ধরনের মাছ ধরা থেকে সকল জেলেদেরকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়নে পদ্মা নদীতে মা ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

Comments

comments