আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাসড়ক সম্প্রসারণের জন্য- গোয়ালন্দ মোড় হতে গোয়ালন্দ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ ,৮ জুন, ২০২২ | আপডেট: ১২:৫৫ পূর্বাহ্ণ ,৯ জুন, ২০২২
মহাসড়ক সম্প্রসারণের জন্য- গোয়ালন্দ মোড় হতে গোয়ালন্দ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার।। ঢাকা-খুলনা মহাসড়ক সম্প্রসারণের জন্য- রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হতে পৌর জামতলা পর্যন্ত সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার (৮ জুন-২২) দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের ষ্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায় এবং রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাওয়াজিশ রহমান।

রাজবাড়ী সওজের কর্মকর্তা আশরাফুল হামিদ বলেন- এর আগে ৩টি নোটিশ দিয়ে সতর্ক করা হলেও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। তবে, দোকানদাররো বলেন, তারা নাকি কোন নোটিশ পায়নি।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের ষ্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায় জানান, এ এলাকার ৯০জন অবৈধ দখলকারীকে এর আগে দুই বার সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ না করায়, আজকের অভিযানে অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। আজ ৭০টি স্থাপনা ভাঙা হয়েছে।

Comments

comments