আজ : রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর খানখানাপুরে  রেলওয়ে যাত্রী ছাউনি অযত্নে-অবহেলায় ব্যাবহার অনুপযোগী।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ ,৪ ফেব্রুয়ারি, ২০২২ | আপডেট: ৮:০৮ অপরাহ্ণ ,৭ ফেব্রুয়ারি, ২০২২
রাজবাড়ীর খানখানাপুরে  রেলওয়ে যাত্রী ছাউনি অযত্নে-অবহেলায় ব্যাবহার অনুপযোগী।

বিধান কুমার।। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয়েছে রাজবাড়ী রেলওয়ে বিভাগের বেশ কিছু নতুন রেলওয়ে ষ্টেশন ৷ গত দুবছরের ও বেশি সময় নির্মিত এই আধুনিক রেলওয়ে ষ্টেশন গুলো অযত্নে আর অবহেলায় নষ্ট হতে চলেছে ৷

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে খোজ খবর নিয়ে জানা যায় ,ষ্টেশন আছে নেই জনবল এমন কি পরিষ্কার পরিছন্নতার বালাই নেই ৷ কথায় আছে সরকারি মাল দরিয়ামে ঢাল ৷ তার বাস্তব প্রমান এই আধুনিক অবহেলিত রেলওয়ে ষ্টেশন গুলোতে ময়লা-আবর্জনা স্তুপে পরিনিত হয়েছে ৷ বাংলাদেশ  রেলওয়ে রাজবাড়ী বিভাগের বিভিন্ন বিভাগের দায়ীত্বে থাকা বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারিদের সাথে আলাপচারিতা উঠে আসে মূল অবহেলার কারন ৷ নিজ কর্মকে প্রাধান্য না দিয়ে  একে অপরের প্রতি দ্বায় দিতে অভ্যস্থ তারা ৷ এ ব্যপারে জানতে চাইলে মোবাইল ফোনে রাজবাড়ী রেলওয়ে বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর আঃ আলীম বলেন নতুন ষ্টেশনে কোন জনবল  নাই এ দায়ীত্ব আমার না আপনি ষ্টেশন মাষ্টার কে বলুন ওনার দায়ীত্বে পরিছন্ন কর্মি রয়েছে ৷ এ ব্যপারে রাজবাড়ী রেলওয়ের ইনচার্জ ষ্টেশন মাষ্টার তন্ময় কুমার দত্ত মোবাইলফোনে প্রতিনিধি কে  জানান, রেলওয়ে ষ্টেশন রক্ষনাবেক্ষন করা আমাদের সকলের দায়ীত্ব ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ আমি রাজবাড়ী এ ইয়েন স্যারের সাথে কথা বলে দেখি পরিষ্কার পরিছন্ন করা যায় কি না ৷

এ বিষয় খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লাল বলেন সন্ধ্যা হলেই নেশা খোর মদখোর জুয়াখোর ছেলেপেলেরা বসে যাত্রী ছাউনির ভিতরে সহ ওরা নেশা করে রেলওয়ে স্টেশন কে নষ্ট করে ফেলেছে।

তিনি আরো বলেন সরকারি কর্মকর্তাদের গাফিলতির জন্য   ময়লার পাহাড় হয়ে উঠেছে  রেলওয়ে স্টেশন সেইসাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন স্টেশনে মনোযোগ সহকারে নজর দেন।

Comments

comments