আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর চন্দনি ইউনিয়নে ৩৩৪ জেলেকে ৮০ কেজি করে ভিজিএফ চাউল প্রদান


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ ,৯ মার্চ, ২০২১ | আপডেট: ১২:১১ পূর্বাহ্ণ ,১৪ মার্চ, ২০২১
রাজবাড়ীর চন্দনি ইউনিয়নে ৩৩৪ জেলেকে ৮০ কেজি করে ভিজিএফ চাউল প্রদান

রাজবাড়ী প্রতিনিধি।। “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২০-২১ আর্থিক সালে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায়- রাজবাড়ী জেলার সদর উপজেলার ১৩নং চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া, জৌকুড়া, কাজিরহাট নন্দ নারায়নপুরের ১,২,৩,৮,৯নং ওয়ার্ডের নিবন্ধিত ৩৩৪ জন জেলেকে ৮০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

৯ই মার্চ-২১ মঙ্গলবার সকালে চন্দনি ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ অনুষ্ঠানে চন্দনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন শেখ, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাহমি মোহাম্মদ সায়েম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, ট্যাগ অফিসার নিপেন্দ্রনাথ, চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান শাহিনুর, সংশ্লিষ্ট ওয়ার্ডেরর ইউপি সদস্য ও জেলেসহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।

নিবন্ধিত ভিজিএফের চাল গ্রহীতারা ৮০ কেজি করে চাল পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Comments

comments