আজ : বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিতে গাদাগাদি করে ঢাকায় ছুটছেন পোশাক শ্রমিকরা


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ ,৪ এপ্রিল, ২০২০ | আপডেট: ১:১১ পূর্বাহ্ণ ,৫ এপ্রিল, ২০২০
দৌলতদিয়া ফেরিতে গাদাগাদি করে ঢাকায় ছুটছেন পোশাক শ্রমিকরা

রাজবাড়ী প্রতিনিধি।। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ভয়ে নয়, ৫ এপ্রিল পোশাক কারাখানা খোলায় চাকরি হারানোর ভয়ে ৪ এপ্রিল-২০২০ শনিবার সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে গাদাগাদি করেই রাজধানির দিকে কর্মস্থলে ফিরছেন গার্মেন্টস শ্রমিকরা।

সকালের দিকে যাত্রীদের হালকা ভীড় থাকলেও দুপুরের পর থেকে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের চাপ বাড়তে থাকে। গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাট পর্যন্ত এসেছেন ঢাকামুখী এই যাত্রীরা। করোনভাইরাসের সংক্রমণ রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ থাকায় গাদাগাদি করে ফেরিতে পারপার হতে দেখা গেছে তাদের।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ ঘোষণা করা পোশাক কারখানা খুলছে আগামীকাল ৫ এপ্রিল-২০২০ রোববার। ফলে ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

এর আগে গত ২৬ মার্চ করোনাভাইরাসের কারণে পোশাক কারখানা বন্ধ ঘোষণা করায় এসব মানুষ গ্রামের বাড়িতে এসেছিলেন। আগামীকাল ৫ এপ্রিল পোশাক কারাখানা খোলায় চাকরি হারানোর শঙ্কায় তারা কর্মস্থলে ফিরছেন বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোঃ মাহবুব হোসেন জানান- করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণপরিবহন পারপার বন্ধ থাকলেও জরুরি পন্যবাহী যানবাহন ও ব্যক্তিগত ছোট গাড়ি পারাপার হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৮টি ফেরি চলাচল করছে। নদী পারের জন্য যানবাহনের চাপ না থাকলেও ঢাকামুখী যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে।

Comments

comments