আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে সড়কদূর্ঘটনায় রাজবাড়ীর তুরাগ নিহত


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ ,৮ জানুয়ারি, ২০২০ | আপডেট: ৭:১৪ অপরাহ্ণ ,১০ জানুয়ারি, ২০২০
চীনে সড়কদূর্ঘটনায় রাজবাড়ীর তুরাগ নিহত

স্টাফ রিপোর্রটার।। চীনে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে রাজবাড়ীর শিাক্ষর্থী তুরাগ চৌধুরী ওরফে রিক (২০)।

গত ৭ জানুয়ারী-২০ মঙ্গলবার রাতে অটো বাইকে ছাত্রাবাসে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
তুরাগ চৌধুরী ওরফে রিক রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ফারুক চৌধুরীর ছেলে ও সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রোকনউদ্দিন চৌধুরীর নাতি।

রিকের ফুপাতো ভাই আরিফুল ইসলাম রোমান জানান- রিক গত ৩ বছর ধরে চীনের চ্যাংঝু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এ হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করছিলো। সে পড়াশোনার পাশাপাশি পাটটাইম চাকুরীও করতো। গত মঙ্গলবার রাতে সে কাজ শেষে নিজ ছাত্রাবাসে ফিরছিলো। পথে তার বহণকারী অটো বাইকটি সড়ক দূর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি আজ বুধবার সকাল সাড়ে ৯.টার দিকে চ্যাংঝু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কর্তৃপ তাদেরকে মোবাইল ফোনে নিশ্চিত করেছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আসা করা হচ্ছে অল্প দিনের মধ্যে মরদেহ দেশে আনা সম্ভব হবে।

Comments

comments