দৌলতদিয়ায় পদ্মা নদীতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ ,২৮ সেপ্টেম্বর, ২০১৯ | আপডেট: ১০:২৫ অপরাহ্ণ ,২৮ সেপ্টেম্বর, ২০১৯
সোহাগ মিয়া-গোয়ালন্দ সংবাদদাতা।। দৌলতদিয়া পদ্মা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক মহিলার লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস। মুখোমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
২৭ সেপ্টেম্বর-১৯ শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা স্থানীয়রা লাশটি ৫নং ফেরিঘাটের পল্টুনের কাছে পদ্মা নদীতে ভাসতে দেখে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে বিকেল ৩.টার দিকে লাশটি উদ্ধার করে গোয়ালন্দঘাট থানা পুলিশে হস্তান্তর করে। লাশটির মৃত্যুর প্রকৃত কারন জানা না গেলেও তার শরীরের মুখোমন্ডলে আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়।
এ ব্যাপারে, গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জনতার মেইল কে জানান, লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা ডায়েরী করা হয়েছে।