আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশী নারীরা মোবাইল নিয়ে ঘুড়ছে রাজবাড়ীতে;দেখছেনা কেউ!


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ ,৪ জুলাই, ২০১৯ | আপডেট: ১১:২৯ অপরাহ্ণ ,৪ জুলাই, ২০১৯
বিদেশী নারীরা মোবাইল নিয়ে ঘুড়ছে রাজবাড়ীতে;দেখছেনা কেউ!

স্টাফ রিপোর্টার।। চায়না থেকে আমদানিকৃত বিভিন্ন ধরনের মোবাইল ফোন রাজবাড়ীতে অবাধে বিক্রি করছে বিদেশী নারীরা। চায়না ভাষায় ও আকার ইঙ্গিতে কথা বলে সাধারন মানুষের কাছে মোবাইল বিক্রি করে তারা।

এই ভ্রাম্যমান নারী ব্যবসায়ীরা সরকারে শুল্ক ফাঁকি দিয়ে চায়না থেকে আমদানিকৃত মোবাইল ফোন এদেশের জনসাধারনের কাছে বিক্রি করার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার।  ক্ষতি হচ্ছে ট্রেড লাইসেন্স করা ও ভ্যাট-ট্যাক্স দিয়ে বৈধভাবে ব্যাবসা করা স্থানীয় সাধারন ব্যবসায়ীরা। আবার,নকল (মোবাইল) পন্য হওয়ায় ঠকছে ক্রেতা সাধারন।

৭ জুলাই-১৯ দুপুরের দিকে চাকমা/চায়নার মতো চেহারা এই নারীদের ঘুড়ে ঘড়ে মোবাইল ফোন বিক্রি করার সময় রাজবাড়ীর চাউল বাজার থেকে কৌশলে ছবিগুলো তোলা হয়।

ভ্রাম্যমান এই নারী ব্যবসায়ীরা বাংলাদেশের নাগরিক নয়,অথচ চায়না থেকে আমদানিকৃত বিভিন্ন মোবাল ফোন অবাধে বিক্রি করে চলেছ রাজবাড়ীতে।

এই বিদেশী নারীদের,পাসপোর্ট ও ভিসা আছে কি ? বাংলাদেশে ব্যবসা করার জন্য সরকারী অনুমোদন আছে কি ? দেশের সাধারন মানুষ তাহাও জানে না।

বিষয়টি,দেশের জনসাধারনের সচেতনতার লক্ষে এবং প্রশাসনকে অবগত করতে ক্যামেরা দিয়ে এদের ছবি তুলতে গেলে, ছবি তুলতে দেয়না, রাগান্বিত হয়,কখনো কখনো দৌড়ে পালায় এই বিদেশী নারী ব্যবসায়ীরা।

এ বিষয়ে- বিভিন্ন ব্যাক্তি তাদের ফেসবুক আইডিতে মন্তব্য লিখেছে, তাহা তুলে ধরা হলোঃ-

Med Jamal  এদের বিজনেস করার অনুমতি কে দিয়েছে ?

MD Jahurul Islam Halim    ওই মহিলা শুধু কপি সেট বিক্রকরেন,অরিজিনাল কোন সেট ওনার কাছে নাই। তাই তাহাকে প্রতিহত করা দরকার।
সে আমাদের হাতে যে সেট তুলে দেয় তাতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি সবাই।

Masud Rana  একদম বাজে ফোন, দয়া করে এইসব ফোন কমদামী পাচ্ছেন বলে মনে করে কেউ কিনবেন, কিনলে ঠকবেন, কারণ আমাদের দৌলতদিয়া ঘাটে ঔ মহিলা এসেছিল, ফোন কিনে আমি সহ অনেকেই প্রতারিত হয়েছি

এ বিষয়টি খতিয়ে দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন সাধারন মানুষ।

Comments

comments