রাজবাড়ী সঃ বালিঃ উচ্চ বিদ্যাঃ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করলেন-শিক্ষা প্রতিমন্ত্রী
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১১:১১ অপরাহ্ণ ,২৭ সেপ্টেম্বর, ২০১৮
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন- শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
২৭ শে সেপ্টেম্বর-১৮ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে গাছের চারা বিতরনের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্ত্যব্য রাখেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমরেশ কুমার বিশ্বাস।
সভা সঞ্চলনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ। এ সময় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষর্থিীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা ছাত্রীদের হাতে চারা তুলে দেন। এ সময়, বিভিন্ন প্রজাতির এক হাজার দুই শতটি গাছের চারা চারা বিতরন করা হয়।