আজ : বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফয়সাল গঞ্জেরাজ বাসের ধাক্কায় শিশু হত্যার অভিযোগে মালিক গ্রেফতার


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ ,৯ সেপ্টেম্বর, ২০১৮ | আপডেট: ১:০৬ পূর্বাহ্ণ ,১২ সেপ্টেম্বর, ২০১৮
ফয়সাল গঞ্জেরাজ বাসের ধাক্কায় শিশু হত্যার অভিযোগে মালিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় ফয়সাল গঞ্জেরাজ পরিবহণের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গিয়ে ৮মাসের শিশু কন্যা আকিফা নিহত হওয়ার ঘটনায় ৩০/৮/২০১৮ ইং তারিখে কুষ্টিয়া সদর থানায় দায়ের হওয়া ৪১-নং মামলার অভিযুক্ত ৩নং আসামী উক্ত বাসের মালিক মোঃ জয়নাল আবেদীন(৬৩) কে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

উক্ত ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ৯ সেপ্টেম্বর-১৮ রবিবার ভোর সারে ৫.টার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ঝিলটুলি এলাকায় ডায়াবেটিক মোড়ে অভিযান পরিচালনা করে তার নিজ বাসা হতে তাকে আটক করা হয়।

আটককৃত আসামীবাসের মালিক মোঃ জয়নাল আবেদীন হচ্ছে, ঢাকা জেলার দোহার থানার চর নটাখোলা গ্রামের মৃত আদেল উদ্দিন মাতুব্বরের ছেলে।এবং বর্তমান ঠিকানাঃ সাং-ঝিলটুলি (ডায়াবেটিক মোড়), বাসা নং-১/৪, আব্দুল করিম মিয়া সড়ক, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর।

 ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৮-০৮-২০১৮ইং তারিখ বেলা আনুমানিক ১১.ঘটিকার সময় কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় ৮ মাসের শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তার পার হচ্ছিলেন  রিনা খাতুন(মা)। থেমে থাকা ফয়সাল গঞ্জেরাজ পরিবহণের একটি বাস হঠাৎ চলা শুরু করে রিনাকে ধাক্কা দেয়। এতে তার কোল থেকে ছিটকে পড়ে আকিফা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০-০৮-২০১৮ইং তারিখ ভোরে মারা যায় সে। এ সংক্রান্তে উক্ত শিশুর পিতা মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন(কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪১, তাং-৩০-০৮-২০১৮, ধারা-২৭৯/৩৩৮-ক/৩০৪-খ দন্ড বিধি)। উক্ত মামলার আসামীদের গ্রেফতারের মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সহায়তা কামনা করেন। তদপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।

আটককৃত আসামীকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়।

Comments

comments