আজ : শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর বসন্তপুরে ১৫টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ ,৭ মার্চ, ২০২৩ | আপডেট: ১১:১৫ অপরাহ্ণ ,১০ মার্চ, ২০২৩
রাজবাড়ীর বসন্তপুরে ১৫টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়নে ১৫ টাকা কেজি দরে চলতি বছরের প্রথম ৩ মাসের প্রথম মাসে কার্ডধারীদের মাঝে ওএমএস এর মোটা চাল বিক্রি শুরু হয়েছে। বাজার মূল্যের চেয়ে ওএমএস এর চালের মূল্য কম থাকায় এ চাল কিনতে ভির করেন দরিদ্র পরিবারের মানুষ।

সরকারের দেওয়া হত দরিদ্রদের সহযোগীতার আওতায় এ ইউনিয়নের ২জন ডিলারের মাধ্যমে এসব চাল কেনার সুযোগ পেয়েছেন ১,২৬১ জন কার্ড ধারী দরীদ্র মানুষ।

বসন্তপুর কোলারহাট বাজারে অবস্থিত ডিলার রাজু আহম্মেদ তার কার্ডের সংখ্যা ৬৩০টি, চাল পেয়েছেন ১৮,৯০০ কেজি।

তিনি ৭মার্চ-২৩ মঙ্গলবার সকাল ১০.টা হতে বিকেল ৫.টা পর্যন্ত ১৫ টাকা কেজি দরে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিক্রি করছেন হতদরিদ্র পরিবারের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন- ডিলার রাজু আহম্মেদ, রিপন বিশ্বাস, ট্যাগ অফিসার পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল গফুর প্রমুখ। সপ্তাহের যেকোন দিন কার্ডধারী গ্রাহকরা তাদের চাল ক্রয় করতে পারবে বলে ডিলার রাজু আহম্মেদ জানায়।

Comments

comments