আজ : মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর মাধবলক্ষ্মীকোলে পুকুরে ডুবে একই সাখে ২ শিশুর মৃত্যু


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ ,১০ সেপ্টেম্বর, ২০২২ | আপডেট: ১:৪৮ পূর্বাহ্ণ ,১১ সেপ্টেম্বর, ২০২২
রাজবাড়ীর মাধবলক্ষ্মীকোলে পুকুরে ডুবে একই সাখে ২ শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধবলক্ষ্মীকোল গ্রামে পুকুরের পানিতে ডুবে তাইয়েবা ও সোয়াইব নামে ৬ বছরের ২ শিশুর মৃত্যু হয়েছে।

শিশু তাইয়েবা- মাধবলক্ষ্মীকোল গ্রামের কাঠমিস্ত্রি রুবেল শেখের ছেলে সোয়াইব এবং রঘুনাথপুর গ্রামের মাসুদের ছেলে।

শনিবার (১০ সেপ্টেম্বর-২২) বিকেল পৌনে ৩ টার দিকে রুবেল শেখের বাড়ির পেছনে গভির পুকুর থেকে তাদের মৃত দেহ দুটি উদ্ধার করা হয়।

শিশু তাইয়েবা’র বাবা রুবেল শেখ বলেন- আমি আলীপুরের কামালদিয়া গ্রামে এক বাড়িতে কাজ করছিলাম, বেলা ৩ টার দিকে মোবাইলে খবর শুনে বাড়িতে এসে দেখি আমার মেয়ে তায়েবা ও ভাগ্নে সোয়াইব বেঁচে নেই।

প্রতিবেশীরা জানায়- মৃত শিশুরা দু’জন খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরের পানিতে কখন যেন পড়ে যায়। রুবেলের বড় মেয়ে খাদিজা আক্তার(১০) বিকেলে দেখে তার ছোট বোন তায়েবা পুকুরের পানিতে ভাসছে। এ সময় তার চিৎকার শুনে আসে পাশের লোকজন তায়েবাকে উদ্ধার জন্য পানিতে নামলে দেখে সোয়াইবও পানির নিচে ডুবে আছে, তখন দু’জনকেই উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী চিকিৎসক আনোয়ার হোসেন বলেন- শিশু তাইয়েবা ও সোয়াইবকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্য হয়েছে।

পরে, পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে যায়। দুই শিশুর মৃত্যর ঘটনায় উভয় গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Comments

comments