রাজবাড়ীতে ট্রাক, ইজিবাইক ও কারের ত্রিমুখী সংঘর্ষ, ইজিবাইকের ৬ জন নিহত!
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ ,১ জুন, ২০২২ | আপডেট: ১:০৩ পূর্বাহ্ণ ,২ জুন, ২০২২
স্টাফ রিপোর্টার।। রাজবাড়ীতে ট্রাক, ইজিবাইক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকের ৬ জন নিহত। আজ বুধবার সকাল সোয়া ৯.টার দিকে রাজবাড়ী -কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাইভেট কারের যাত্রী বলেন, তারা কুষ্টিয়া হতে ঢাকা যাচ্ছিলেন, দূর্ঘটনাকবলিত স্থানে পৌঁছালে তাঁরা তখন ইজিবাইকের পেছনে ছিলেন, এ সময় দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়, ইজিবাইককে ধাক্কা দিয়ে ট্রাকটি চলে আসলে তাঁদের কারটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং কারের সামনের অংশ ক্ষত-বিক্ষত হয়, এতে তার বোন গুরুতর আহত হয়েছেন।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন- দুর্ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন মারা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে পালিয়ে গেছ ট্রাকের চালক ও হেলপার, আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান- নিহত ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী, ২টি শিশু ও ১ জন পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি, নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
কালুখালী হাসপাতাসূত্রে জানাযায়, নিহতরা হলো- রাজবাড়ী পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মশিরন বিবি মোছাঃ মরিয়ম (৪০), ইউসুফ (৬), নয়ন (৯), শিলা (২০), মর্জিনা (৪০) ও অটোরিকশা চালক মো. নাসির (৩৫)।