রাজবাড়ীর পদ্মার জল ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত।
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০২১
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০২১
গোয়ালন্দ প্রতিনিধি।। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে রাজবাড়ীর পদ্মা নদীতে। যে কারনে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর আমবাড়িয়া, চর কাঠুরিয়া ও চর মৌকুরি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বৃহস্পতিবার ২ রা সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টের পরিমাপক ইদ্রিস আলী জানান, পদ্মার পানি বাড়তে থাকা অব্যাহত রয়েছে।এদিকে এখনও নদী তীরবর্তী ও চরাঞ্চলসহ ১০ টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পরায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানিসহ নানান সংকট।
জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আরিফুল হক জানান, এরই মধ্যে জেলার সাড়ে ৭ হাজার মানুষের তালিকা করা হয়েছে। যার মধ্যে ৫ হাজার ৮ শত মানুষের মাঝে ১০ কেজি করে চাল, শুকনো খাবার বিতরন করা হয়েছে।