আজ : শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীর পদ্মার জল ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত।


প্রতিবেদক
জনতার মেইল.ডটকম

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০২১ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ণ ,২ সেপ্টেম্বর, ২০২১
রাজবাড়ীর পদ্মার জল ২৪ ঘন্টায় ৯ সেন্টিমিটার বেড়ে  বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত।

গোয়ালন্দ প্রতিনিধি।। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে রাজবাড়ীর পদ্মা নদীতে। যে কারনে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর আমবাড়িয়া, চর কাঠুরিয়া ও চর মৌকুরি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে  বিপদ সীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বৃহস্পতিবার ২ রা সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টের পরিমাপক ইদ্রিস আলী জানান, পদ্মার পানি বাড়তে থাকা অব্যাহত রয়েছে।এদিকে এখনও নদী তীরবর্তী ও চরাঞ্চলসহ ১০ টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পরায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানিসহ নানান সংকট।
জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ আরিফুল হক জানান, এরই মধ্যে জেলার সাড়ে ৭ হাজার মানুষের তালিকা করা হয়েছে। যার মধ্যে ৫ হাজার ৮ শত মানুষের মাঝে ১০ কেজি করে চাল, শুকনো খাবার  বিতরন করা হয়েছে।

Comments

comments