দৌলতদিয়ায় ড্রেজিংয়ের গর্তে ডুবে সিয়াম নামের ৮বছরের এক শিশুর মৃত্যু
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ ,১৮ মে, ২০২১ | আপডেট: ১:৪৬ পূর্বাহ্ণ ,২৫ মে, ২০২১
গোয়ালন্দ সংবাদদাতা।। গোসল করতে গিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস পাড়া গ্রামের মাটি কাটা ড্রেজিংয়ের গর্তের পানিতে ডুবে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
১৮ই মে-২১ মঙ্গলবার বিকেল ৪.টার দিকে ওই শিশুকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শিশু সিয়ামের মামা আনিস সরদার জানান, সিয়াম পরিবারের সাথে ইদ্রিস পাড়া গ্রামের তার মামা বাড়িতে বেড়াতে আসে। অন্যান্য শিশুদের সাথে সিয়াম বাড়ির পাশ্ববর্তী ড্রেজিংয়ের খালে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানায় সবার চোখের আড়ালে সিয়াম ওই খালে ডুবে যায়, এদিকে পরিবারের সবাই তাকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ওই খালে অন্যরা গোসল করতে গেলে তাদের পায়ে সাথে বাধে, এ সময় তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিতাই কুমার মৃত ঘোষনা করেন।