মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসাবে রাজবাড়ীতে নির্মিত ঘর পেতে যাচ্ছে ৭৬০টি গৃহহীন পরিবার
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ ,২১ জানুয়ারি, ২০২১ | আপডেট: ১২:১২ পূর্বাহ্ণ ,২৩ জানুয়ারি, ২০২১
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৭৬০টি গৃহহীন পরিবার সরকারীভাবে নির্মিত এই ঘর পেতে যাচ্ছে। আগামী ২৩শে জানুয়ারী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলোর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে- রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ২১শে জানুয়ারী-২১ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে এ বিষয়ে জানান জেলা প্রশাসক দিলসাদ বেগম।
তিনি আরও বলেন- প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লক্ষ ৭১ হাজার টাকা (২টি আধা পাকা কক্ষ, বারান্দা ও অ্যাটাচড বাথরুমসহ) হিসেবে রাজবাড়ী সদর উপজেলার ১২০টি, পাংশা উপজেলার ১০০টি, কালুখালী উপজেলার ৪০টি, বালিয়াকান্দি উপজেলার ৭০টি ও গোয়ালন্দ উপজেলার ৪৩০টি ঘর নির্মাণের জন্য ১২ কোটি ৯৯ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের দিন রাজবাড়ী সদর উপজেলার ১১৮টি, গোয়ালন্দ উপজেলার ৩০৩টি, কালুখালী উপজেলার ৪০টি, পাংশা উপজেলার ১০০টি ও বালিয়াকান্দি উপজেলার ৭০টিসহ মোট ৬৩১টি গৃহ উপকারভোগীদের কাছে হস্তান্তর করার জন্য প্রস্তুত করা হয়েছে। অবশিষ্ট ১২৯টি বরাদ্দপ্রাপ্ত ঘরের কাজ দ্রুত শেষ করা হবে। রাজবাড়ীর ৫টি উপজেলা পরিষদ মিলনায়তন থেকে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী ও সুধীজনেরা উপস্থিত হয়ে সংযুক্ত থাকবেন। জেলা প্রশাসক সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হবে। ১০টা ১৫ মিনিট পর্যন্ত আশ্রয়ণ-২ প্রকল্প হতে প্রেরিত ভিডিও প্রদর্শন ও বক্তৃতা পর্ব শেষে প্রত্যেক উপজেলা গণভবনের সাথে যুক্ত হবে। গণভবন প্রান্ত থেকে মূল অনুষ্ঠান সাড়ে ১০টায় শুরু হবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার পর রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় স্থানীয়ভাবে উপকারভোগীদের কাছে ঘর হস্তান্তর করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশেক হাসান, সহকারী কমিশনার মোঃ হাবিবুল্লাহসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ের শুরুতে জেলা প্রশাসক দিলসাদ বেগম মুজিববর্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন- মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ একটি উন্নত সোনার বাংলা হিসেবে গড়ে তোলার। কিন্তু তিনি তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেননি। আজকে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ও বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন। তার ধারাবহিকতায় সরকার দেশের প্রতিটি জেলার ন্যায় রাজবাড়ী জেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ গৃহ প্রদান করে একটি মহান উদ্যোগ বাস্তয়বায়ন করতে যাচ্ছে।