র্যাব সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে র্যাব- ৮ এর দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ ,৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২:৩৮ পূর্বাহ্ণ ,৬ জানুয়ারি, ২০২১
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ ,৪ জানুয়ারি, ২০২১ | আপডেট: ২:৩৮ পূর্বাহ্ণ ,৬ জানুয়ারি, ২০২১
স্টাফ রিপোর্টার।। মুক্তিযুদ্ধের মহানায়ক- বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ”(১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির আওতায় ৪ জানুয়ারি ২০২১ তারিখ সোমবার র্যাব-৮, বরিশাল এর অধিনায়ক ডিআইজি আতিকা ইসলাম.বিপিএম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
এ সময়, ব্যাটালিয়নের অফিসার, ডিএডি ও অন্যান্য পদবীর র্যাব সদস্যবৃন্দ বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন। অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উক্ত কর্মসূচী সম্পন্ন হয়। ভবিষ্যতেও র্যাব-৮ এর এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে র্যাব ক্যাম্পসূত্রে জানাযায়।