রাজবাড়ীতে প্রতারকের খপ্পরে ভিডিও ব্যবসায়ী সজীব সর্বশান্ত
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ ,১৭ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ণ ,১৭ সেপ্টেম্বর, ২০২০
সমীর কান্তি বিশ্বাস।। রাজবাড়ীতে প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত হয়ে ঘরে বসেছে ভিডিও ব্যবসায়ী সজীব কুমার পাল।
ভিডিও ব্যবসায়ী সজীব কুমার পালের লিগাল নোটিশসূত্রে জানা যায়, জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের সাইদ হোসেন খানের ছেলে মহিউদ্দিন খান পলাশের সঙ্গে রাজবাড়ী সরকারী কলেজে লেখা পড়া সুবাদে পরিচয় হয় ভিডিও ব্যবসায়ী সজীব কুমার পালের। এই পরিচয়ের রেস ধরে উভয়ের মধ্যে গভীর সম্পর্কের স্থাপন হয় এবং রাজবাড়ী শহরে হাজী সুপার মার্কেটে পলাশের মিউজিক ভিডিও এর দোকানে উভয়েই অবস্থান করত। প্রতারক পলাশ বিভিন্ন কৌশল অবলম্বন করে তার বোন মৌসুমীর চাকুরীর কথা উল্লেখ করে সজীব কুমার পালের নিকট থেকে মোটা অংকের নগদ অর্থ হাতিয়ে নেয়।
এ ঘটনার পরিপেক্ষিতে গত ২১/০৭/২০২০ তারিখে সকালে সজীব কুমার পাল তার বৈধ অর্থ ফেরত পাওয়ার জন্য পলাশের বাড়ীতে উপস্থিত হলে, পলাশ তার নিজ নামীয় রাজবাড়ী শহরের ডাচ বাংলা ব্যাংক লিমিটেটের হিসাব নং- ২৫৬১৫১১৩৩৪ এর নং ঝই/অ ৯৪৫০৭০৮ একটি চেক দিয়ে টাকা উত্তোলন করে নিতে বলে। চেকটি নিয়ে ব্যাংকে উপস্থিত হলে ব্যাংক ব্যবস্থাপক ঐ হিসাব নাম্বারে অর্থ নাই বলে প্রকাশ করেন। এই ঘটনার পর প্রতারক মহিউদ্দিন খান পলাশ সজীবের অর্থ আত্বসাৎ করে অজানার উদ্দ্যেশে পারি জমিয়েছে। বিষয়টি নিয়ে ভিডিও ব্যবসায়ী সজীব কুমার পাল গত ১৫/০৯/২০২০ তারিখে পাওনা টাকা ফেরত চেয়ে মহিউদ্দিন খান পলাশের বিরুদ্ধে এ্যাড. পুর্ণিমা রানী কে দিয়ে একটি লিগাল নোটিশ পাঠিয়েছে।