গোয়ালন্দ সংবাদদাতা।। মুজিবশতবর্ষ উপলক্ষে- গোয়ালন্দ উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে বিনা মূল্যে ১ হাজার ৬’শ চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে রয়েছে- আম, লিচু, নারিকেল, সুপারি, পেয়ারা, লেবু, জাম, হরতকি, আমলকি, বহেরা, অর্জুন ও মেহগনি।
এ চারা বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ১৩ সেপ্টেম্বর- রবিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে- গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-তায়াবীর, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা প্রমূখ।
এ সময় কাজী কেরামত আলী এমপি বলেন- বৃক্ষ প্রকৃতির মহা মূল্যবান সম্পদ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের দৃষন রোধ করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে বৃক্ষের কোন বিকল্প নাই। তাই এ সকল চারা একদিন বৃক্ষে পরিনিত হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদে পরিনত হবে।
মুজিবশতবর্ষ উপলক্ষে রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় বনবিভাগ কতৃক বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ৫ হাজার বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ গোয়ালন্দে এ চারা বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।