রাজবাড়ী প্রতিনিধি।। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার দেবাশীষ কর্মকার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর-২০২০ শনিবার বিকালে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন রূপসা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মোঃ শাহিদ মন্ডল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি- রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রূপসা গ্রামের মোঃ মোমিন মন্ডলের ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।