রাজবাড়ীতে আইন সহায়তা কেন্দ্রের আসক ফাউন্ডেশনের কার্যক্রম চালু
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ ,১২ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ২:১৭ পূর্বাহ্ণ ,১৩ সেপ্টেম্বর, ২০২০
রাজবাড়ী প্রতিনিধি।। রাজবাড়ী জেলা শহরের বড় পুল এলাকায় ৩য় তলায় ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের আসক ফাউন্ডেশনের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে।
করোনা ভাইরাসের কারনে রাজবাড়ী জেলায় আশোকের কার্য্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। বিশিষ্ঠ সমাজ সেবক ও আসকের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ সজিব ফকিরের সার্বিক প্রচেষ্ঠায় অসহায় মানুষের আইন সহায়তা কেন্দ্র কার্যক্রম চালু করেন।
এ সময় এ্যাড. মোঃ রফিকুল ইসলাম, এ্যাড. মোঃ মাহবুবুর রহমান, মোঃ আলাউদ্দিন ব্যবপারী, এ্যাড. রেহেনাজ পারভীন সালমা, মোঃ আকাশ সরদার, শেখ মোঃ বিল্লাল হোসেন ও ঝর্ণা পারভীন সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতি সংঘ ঘোষিত মানবাধিকার বাস্তাবায়ন সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা’র কার্যক্রম রাজবাড়ী জেলায় চালু হওয়ায় এলাকবাসী সংশ্লিষ্ঠ কমিটির সকলকে সাধুবাদ জানান। রাজবাড়ী জেলা কমিটির সভাপতি মোঃ সজিব ফকির জনান- বিনা মূল্যে সকল অসহায় মানুষ কে আইন সহায়তা দেওয়া হবে।