স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে ৬ সেপ্টেম্বর-২০২০ রবিবার দিনগত রাতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন ছাগলছিড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তিরা হলো- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বেজেরকান্দি গ্রামের মৃত সামাদ শেখের ছেলে মোঃ রেজাউল শেখ (৩৩) এবং মজুমদার কান্দি গ্রামের মৃত আঃ ছাত্তার মোল্লার ছেলে মোঃ সফিক মোল্লা (৩০)।
এ বিষয়ে, র্যাব ও স্থানীয়দের নিকট হতে জানা যায় যে- ধৃত ব্যাক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ যশোর জেলার চৌগাছা এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজাসহ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ এস.এম. রিয়াজুল করিম
ফোনঃ০১৭৫১-৭৫৭৮৯২,০১৫৫৮-৫১৬৩৮২
কার্যালয়ঃ
পৌর নিউ মার্কেট, আই ভবন (২য় তলা, রুম নং-১২৫) ( জেলা স্কুলের সামনে), প্রধান সড়ক, রাজবাড়ী।