মাদারীপুর হতে ৪০০গ্রাম গাঁজাসহ আটক-১
জনতার মেইল.ডটকম
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ ,৪ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১১:০১ অপরাহ্ণ ,৭ সেপ্টেম্বর, ২০২০
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ ,৪ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: ১১:০১ অপরাহ্ণ ,৭ সেপ্টেম্বর, ২০২০
স্টাফ রিপোর্টার।। র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে ৪ সেপ্টেম্বর-২০২০ শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাদারীপুর জেলার সদর থানাধীন পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম কথিত গাঁজা সহ মোঃ এনায়েত হাওলাদার ওরফে এনায়েত (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে উক্ত র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল।
আটককৃত ব্যাক্তি- ওই এলাকারই কিনাই হাওলাদারের ছেলে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।